অনুযোগ, তোর কষ্টগুলো আমি ছুঁয়ে দেখি না
তাই এসব কষ্ট নিয়েই তোর এত কষ্ট মাতন,
ব্যাখ্যা, ছুঁয়ে দেখার পর আবেগের কোন খানে
অলক্ষ্যে লুকিয়ে পড়ে কষ্ট পাওয়া কষ্ট মন?
অনুযোগ, আমি ইচ্ছে করে বার বার ভুলে যাই
কিসে কষ্ট হয় তোর তবু ফিরে আনি সেই কষ্ট,
ব্যাখ্যা, তোকে দেয়া ওয়াদা রক্ষা করা কঠিন
কেননা তুই তাকে সময়ের ব্যবধানে করিস নষ্ট।
অনুযোগ, আমাকে এত ভালবাসিস তবু মনে হয়
আমি তোকে সে ভাবে ভালবাসিনি কোন দিন,
ব্যাখ্যা, এ হৃদয় চিরে যদি দেখানো যেত একবার
সেখানে কার ভালবাসায় সাজানো মন এত রঙ্গিন।
অনুযোগ, আমায় নিয়ে আজীবন বাঁচতে চেয়ে
এখন দেখিস আমার ভেতর অন্য কারো ছায়া,
ব্যাখ্যা, দু’টি মন বসত করে মনের ঘরে একত্রে
এক মনে কয় ভালবাসা, অন্যটা কয় মায়া।
অনুযোগ, তোকে ছেড়ে চলেই যাব যদি তাহলে
এত স্বপ্ন আর ভালবাসায় কেন বেঁধেছি এ ঘর,
ব্যাখ্যা, তোকে ছেড়ে দেব বলে তো ভালবাসিনি
তোর সাথে সকলকে নিয়েই আমার সুখের বাসর।