এই যে এত কষ্টশোকে ভাসা
দিনে রাতে ভিজে থাকে জেগে থাকা দু’চোখ,
কি হবে এক তরফা ভালবাসা
মনের মানুষ খুঁজে যদি সামাজিকতার সূচক।
ভুল সবই ভুল যতই বলি ক্ষনে
তবু কি ভুলের জন্য উপেক্ষাতে মরে ভালবাসা
বরং জড়ায় কষ্ট আলিংগনে
এ যেন মৃত্যুর স্বাদ পেতে আরও কাছে আসা।
ভালবেসে হলই না যদি ছুঁয়ে দেখা
তাহলে যে ধুকে ধুকে মরবে প্রেম বুকের ভেতর,
কি হবে শব্দহীন রাত জেগে একা
দম ফাটানো মৃত্যু রুখতে বাঁধি যদি বুকে পাথর।