অথচ এই একই জীবনে সহজ করে ভাবলে
সহজেই অনেক কঠিন বিষয়ও হয়ে যায় সহজ।
আমি কঠিন আর জটিলের ভেতর অযথাই
পার্থক্যের চুল চেরা যুক্তি নিয়ে- বলছি না
অকারনে উপেক্ষিত হোক সৃজনশীলতার মগজ।
আমি তোমাকে হৃদয় দিয়েই ভালবাসি
এটা চরম সত্যি জেনো। এতে নাই কোন কঠিন চিন্তা।
কঠিন করে ভাবলেই কেবল জটিলতার ভিড়ে
সন্দেহ বাঁধে বাসা। এই যেমন এখন কঠিন এর পরে
জটিলতা তারপর সন্দেহ এসে করছে ভনিতা।
পানি নিয়ম করে ঢালুতেই গড়াবে চিরকাল
তবু উত্তরে কি বাসা বাঁধে না ভালবাসার জীবন?
সব কিছু কি পাওয়া হয় সকলের এক জনমে?
তাই যতদিন বাঁচা যায় তত দিন সুখে থাকতে হলে
কি লাভ বল কঠিন করে পথ্যে মোড়াতে সহজ মরণ।
এই যে তোমার একটুতেই হয় মন খারাপ-
তুমি বুঝো না। এটা সহজকে কঠিন ভাবার ফল।
যদি বুঝতে, দিনের সকল মেলামেশা, হাসাহাসি আর
অনেক কাজের শেষে যে ভালবাসায় পুড়ে মন
সে যে তোমার চাওয়ার মতই আজও আছে অবিকল।
তাই সহজ কথা বলা নয়, আমি সহজ করে-
ভাবনার কথা বলছি। আগে সেটাই বিঁধুক মননে।
দেখবে কত কষ্ট, দুঃখ, অকারন অভিমান, অনুযোগ-
ভালবাসার রঙ পেয়ে নিজেকে রাংগিয়ে রাংগাবে
মনের আকাশ, যেমন রংধনু উঠে আলোর গগনে।
২৭ এপ্রিল, ২০১৯।