আগুনের পকেটে বাস তোমার,
নাকি পকেটে আগুন তোমার!
যেটাই হোক আগুন নিয়েই খেলছ তুমি,
ঘুমাচ্ছ তুমি, ভালবাসার আংগিনায় হাঁটছ তুমি।
দ্রোহের মাঠে হাঁপাচ্ছ তুমি!
আগুন কি শুধু সময় মত
তোমার বিরহ জ্বালায় জ্বালবে প্রতিপক্ষকে,
আগুন কি কখনও আপন হয়?
সে তো যতক্ষন জ্বলবে
ততক্ষন সব কিছুকেই করবে গ্রাস,
করবে ছারখার, এমন কি তোমাকেও দেবে না ছাড়।
সেই পকেটের আগুন যখন
নাগাল পাবে মনের আগুনের তখনই
আগ্নেয়গিরির ফুটন্ত উপছানো আগুনের মত
গলে গলে যাবে পোষা আগুনে
হৃদয়ের কোমলতা আর
মেহেদী ভালবাসাকে অংগার করে।
তাই আগুন নয়, বাস কর ভালবাসার সাথে
আগুন নয়, বাস কর ভাল ভাবনার সাথে
আগুন নয়, বাস কর মমত্বের সাথে
আগুন নয়, বাস কর মানবতার সাথে
আগুন নয়, বাস কর সৃষ্টির সাথে
আগুন নয়, বাস কর স্রস্টার সাথে...