আদতে কষ্ট ছাড়া শুধুই প্রেম
শুধুই ভালবাসা!
এ যেন জোস্না ছাড়া শুধুই রাত
শুধুই কুয়াসা।
আদতে জল ছাড়া শুধুই মেঘ
শুধুই নীলাকাশ,
এ যেন সবুজ ছাড়া শুধুই বন
শুধুই সাদা কাশ।
আদতে পাহাড় ছাড়া শুধুই সাগর
শুধুই জলরাশি,
এ যেন মাটি ছাড়া শুধুই মানুষ
শুধুই বানভাসি।
আদতে কান্না ছাড়া শুধুই হাসি
শুধুই আদর স্নেহ,
এ যেন সোহাগ ছাড়া শুধুই শাসন
মন ছাড়া দেহ।
আদতে অভাব ছাড়া শুধুই পাওয়া
শুধুই প্রতিপত্তি,
এ যেন খেলতে নেমে শুধুই জেতা
হারাতে আপত্তি।
আদতে মায়া ছাড়া শুধুই সংসার
শুধুই কাছে থাকা,
এ যেন প্রেম ছাড়া শুধুই অভিনয়
শুধুই কথা রাখা।
আদতে মৃত্যু ছাড়া শুধুই জীবন
শুধুই জীবন খেলা,
এ যেন মরন ছাড়া শুধুই বাঁচা
জন্ম অবহেলা।