গাড়ি ছাড়া
নেই সেই রেলগাড়ি
বাষ্পশকট চলে
ঝক্ ঝক্ ঝক্ ঝক্,
আধুনিক দাদুরা
নানুরা ভুলে গেছে
নাতকুড়দের সাথে
বক্ বক্ বক্ বক্।
পরিদের গল্প
নেই রাজ-রানিদের কেচ্চা
ইউটুবে কাহিনীর
নেট দেয় চক্কর চক্কর,
দাদুরা নানুরা
শুয়ে থাকে দিনরাত
ভুঁড়িটার ভারীতে
খাট হয় লক্করঝক্কর।
আমিও তাই আজ
জানি না কেচ্চা
নেট পেলে মোবাইলে
গেইম খেলি হরদম,
খেলাধূলা করব যে
আশেপাশে মাঠ নেই
নিজ ঘরে জানালাটা
খুলে দিয়ে নিই দম।
কবে যে মাঠ পাব
দাদু নানু পাব সেই
পুঁথি পাঠ কেচ্চাতে
হুঁকা টেনে করে খক্ খক্,
বিদ্যুৎ বাতি জ্বলে
আঁধার গেছে চলে
ভূতেরা পালিয়ে গেছে
করে না ভয়ে বুক ধক্ ধক্।
১৯ ফেব্রুয়ারী, ২০২১