সেদিন মেঘেদের চোখগুলো ছিল খুব ছল ছল
সেদিন বৃষ্টি ছিল, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি,
সেদিন বাইরে ছিল মৃদু শব্দের ঝড় হাওয়া
তাই গাছের শাখারা দুলছিল, পাতারা দুলছিল।

আমার মনেও ছিল ঝড় খুব দুঃচিন্তার ঝড়।
এর চেয়ে বেশী ছিল জীবন নিয়ে জীবিনের
জন্য ঝড়, একটা অজানা কষ্ট, একটা অজানা
পরিনতির কান্না, একটা অসম্পূর্ণ প্রেমের গল্প।  


আমার চোখেও কি ছিল গভীর নীল কষ্টের
কান্না আধার, চোখ কি ভিজ্‌ছিল, ভিজ্‌ছিল
আর ভিজ্‌ছিল কি বুকের তল? আমার মন
দুলছিল, দুলছিল কিযে এক অজানা আশঙ্কায়।  

আমি বার বার চোখ রেখেছি হাত ঘড়িতে
সময় আর সঠিক সময় নিয়ে ছিল ভাবনা।
কেন যে সময় অপেক্ষা করে না কারও জন্য
অথচ আমাদের অপেক্ষা যেন হাজার বছর।

মনের মধ্যে তাই একটা আগামী স্বপ্ন কেবল
ভিজ্‌ছিল আর ভিজ্‌ছিল, সেদিন বৃষ্টি হোচ্ছিল
দীগন্ত আঁধার করা এক নাগারে ঝরা বৃষ্টি।  
চোখের আড়ালে হোচ্ছিল যেন নতুন দিনের সৃষ্টি।

অবসানেও তো কান্না থাকে, থাকে সৃষ্টিতেও
জীবন তবু আশায় বুক বাঁধে, পেতে চায় এক
স্বার্থহীন প্রেম আর ভালবাসা চলার মাঝখানে,
যেখানে স্বপ্নের সৃষ্টি উপেক্ষা করে সব কান্নাকে।

তাই আজ কান্না এলেও কান্নারা যেন মিলিয়ে
যাচ্ছে একটানা বৃষ্টিতে। আর আমার ভাবনাতে
তুমি কদম ফুল হোয়ে বৃষ্টি আর মেঘেদের করছ
আলোকিত যেন আঁধার যাচ্ছে দূরে সরে সরে।