ভীষণ রকম মন খারাপেও হাসতে হয়।
কেই বা রাখে গোপন খবর, কোনটা ঠিক?
সকাল বিকেল যা দেখছি তাও সত্যি নয়,
তাই, কল্পনাগুলো মজুত রাখাই আবশ্যিক।

ভালোলাগার কোষ আঁকড়িয়ে নিউক্লিয়াস,
ছোঁয়ার সময় ধার ধারেনা অনুভবের।
নিজের থেকে হারিয়ে যাওয়ার ব্যর্থ প্রয়াস,
সংজ্ঞাগুলো বদলিয়ে দেয় অন্য সবের।

ভবিষ্যতের শেষ উপহার অতীত খনন!
বর্তমানেই শতকরা ভাগ সখ্যতা ক্ষয়।
নকল মুখোশ উপড়ে ফেলেই মুক্তি সাধন,
শরীর ছুঁয়ে হৃদয় স্থাপন, লক্ষ্য তা নয়।

সময় কাটুক গড়পাড়ে, হাওয়া চিনুক অহংকার।
পৃথক যুগল দৃষ্টিকোণে, স্বপ্নের সফটওয়্যার।।

২১.১১.২০১৬