আজ কাউকে কিছু দেওয়ার কথা ছিল,
তবু সময় দিলাম নিজের চিন্তা-ভাবনায়।
আমি আসলে কি চাই? সখ্যতা অনাবিল ও
মেকি দেহের বেশে স্নেহের কোনো অভিনয়?

আজ কারুর কপালে তুলোধোনা ছিল তুঙ্গে,
শুধু সাধনা বোঝালো আত্মহত্যা পাপ।
সব কর্মফলেরই হাতে খোঁড়া সুরঙ্গে
পথ আলোকিত করে উদারতা, আর মাফ।

কিছু স্বপ্নখাদক রাত্তিরে চোখ কচলায়,
ঘুম উৎপাদকের ভাড়ার ঘরে বাড়ন্ত;
সব পাওয়া না পাওয়ার প্রাত্যহিক বচসায়
আমি ব্যাতিক্রমী পীঠস্থানের সন্ত।

সন্ন্যাসী মানে গৃহত্যাগী নয়, সন্ন্যাস বাঁচে মগজে,
অনুভূতি পাই মাঝে মাঝে তার হারিয়ে যাওয়ার গরজে।

৩১.১২.২০১৬