সময় প্রয়োজন গুলো পাল্টে দেয়। নিরুপায়
আমি চাইলেও থামাতে পারি না নিয়ম। বিস্ময়
যেদিকে, সংসারের স্রোতে পালাবো সেপথেই। অন্যথায়
পাহাড়ের তরঙ্গে প্রতিধ্বনি উঠবেই নিশ্চয়।

ঠিক বেঠিকের মূল্য হারায় হৃদয়। মস্তিষ্ক
দায়িত্ব নেয় উপযাচকের। হঠকারী সিদ্ধান্তে
শুভেচ্ছা পাঠায় ভবিষ্যৎ। আর অনুজ্জ্বল জ্যোতিষ্ক
মহাকাশের ঠিকানা বদলায় দিনান্তে।

অপর্যাপ্ত ভাবাবেগ তাই ব্যস্তই থাকে অভিনয়ে
দেহ লিখে যায় প্রেমের পদ্য, কলম হাতে কবি নয়।।

তেইশ এগারো ষোলো