কালকে ভোরের উন্মাদনায় মুহুর্ত হবে দামী,
পশ্চাতে তাই প্রশ্ন যাহোক জবাবে হাসবো একগাল।
দস্তা খাতায় বস্তাপঁচা একক সালতামামি,
এই হিসাবের শেষ রাতে সব বিদায় দেবই জঞ্জাল।
আলসেমি মোড়া জড় জীব আমি, সংবেদনায় হুশ পাই।
মহাজাগতিক বিবস্ত্র কলকব্জায় পিষি চিন্তা।
চোখ খুলে সবই সাদাকালো দেখি, বন্ধ রাখলে রোশনাই!
গাছের ফাটলে সোহাগ জমালে পিপড়েরা বোঝে ঋন তার।
বিবাদের কোন সুত্র হয়না, হাত মিলে গেলে ফের জোট।
কি লাভ সে জয়ে যেখানে আত্মা প্রতিদ্বন্দ্বী আমারই!
'আমি কেন আছি' প্রশ্ন অনেক। পেশী স্থির রাখে ভিজে ঠোট
বোতামেরা যদি বিদ্রোহী হয়, সে দায় তো গোটা জামারই।