লোক খাটছে দিনরাত। অবিশ্রান্ত - গলদঘর্ম।
তবুও বাবুর মনে শান্তি নেই। যেন তা না পেলেই নয়।
সমস্তটাই দখল কতৃক।
শুধু লোভ দেখিয়ে নির্বান লাভ।
"হে ভগবান তোমার জন্যই সব" - আমার দিকটা দেখো...
-আর যারা খাটছে দিনরাত, তাদের? হাত পেতে পয়সা নেওয়া, ভয়ার্ত - ভ্রুকুন্ঠিত চোখে।
ফুলে ঘেরা এতটা জমি, তবুও এতটুকু শান্তি নেই কেন?
সে ফুল ফোটে কিন্তু গন্ধ ছড়ায় না কেন?
এতবড় বাগান!
ঠিক মত মুল্য পায়না বলেই কি সে গন্ধ চুরি করে তারা?
বাবু তাই ভাবেন, "পাশের জমিটা না নিলেই নয়"। উচ্ছেদ হোক না কয়েক ঘড়, না হয় দুটো লোক বেশীই লাগাবো।
০৬.১২.২০০৪