বয়সেরা প্রতিদিন বেড়ে যায় অনভিজ্ঞতায়,
মুল্যবোধের ত্রুটি থেকেই আলাদা করে মাপি মনুষ্যত্ব।
ভীষন অবাক হই নিজেরই কিছু দুর্বোধ্য কবিতায়,
যেখানে কলম থেকে কালি নয় ভালোলাগা ঝরে পড়তো।
নাহ, সেরকম কোনো রোমাঞ্চ আর নেই এ জীবনে,
হাতের মুঠোতে সময় আকঁড়ে একলাযাপন।
পরিচয়ের স্তুপ ঢেকে যায় সস্তা দামী বিজ্ঞাপনে,
নিঃসন্দেহে হারিয়ে গেছে তোমার আমার শেষ আলাপন।
আজও তবে ঘুমের ঘোরে স্বপ্ন দেখি সবার,
যার কাছে যা বাকি ছিল মিটিয়ে ফেলছি সব দেনা।
কারোর ছিল শরীরটুকু কারোর আবার অহংকার,
আপনি থেকেই চোখ খুলে যায়, ভালোবাসার শব্দে না!
ভাবতে থাকি আকাশকুসুম, কিছুই যেন শান্ত না ;
ধরে রাখার যন্ত্রগুলো এক এক করে ভুলছে মন।
আপোষ গুলো মিটাচ্ছি তাই, সুপ্তিস্খলনে স্বান্তনা ;
আবেগে ধুষর সম্পর্ক সব শরীরে পুষেছে সংক্রমন।
কতদিন যোগাযোগ নেই আজ বলাটা খুব কঠিন,
মাঝে মাঝে মনে হয় হয়ত ভুলেই গেছি সব।
ঠিক যেমনটা স্বপ্ন কাটিয়ে ঘুম ভাঙে প্রতিদিন,
আর পড়ে থাকে শুধু রাতের বালিশে একাকীর উৎসব।
জীবনের সব একঘেয়ে স্রোতের ফারাক চেনায় ঢেউ,
অন্তহীন পথ যদিও শেষমেশ পেরোতেই হয় একা।
অনভিজ্ঞতার বাস্তবকে বুকে আঁকড়ে ধরে কেউ,
এঁকেই চলেছে বৃত্ত দিয়ে ব্যর্থ সরলরেখা।