প্রাণ কে যেমন বেঁধেছি প্রশ্বাসে ;
গান কে যেমন ছন্দে - সুরে - তালে,
ঠিক সে ভাবেই তোমার পরশ আসে
কালিতে কলমে আমার অন্তরালে।
রাত কেটে যায় ঘুম আসেনা চোখে,
স্বপ্নহীন এক আঁধার প্রতিচ্ছবি।
জীবন চেনায় যা আছে সম্মুখে,
তোমার কিরণে দৃশ্যমান হয় সব-ই।
ছেলেমানুষ মন কে বোঝাই কত!
আঘাত বুকে সমস্ত ঝড় ঝঞ্ঝা
সইতে হলে উপেক্ষা করো ক্ষত।
আর খুঁজে নাও চাইছে তোমার মন যা।
আদতে সব ভালোবাসার শেষে
হাত বদলের শর্ত থাকে বুঝি?
প্রশ্নে অনেক মেঘ ঘনিয়ে আসে
তাইতো তোমায় সব জবাবেই খুঁজি।
সকাল পাখি সন্ধ্যেতে ঘরে ফেরে,
ঠিক যেমনটা মৃত্যুর পরে প্রাণ!
সবাই বিদায় নিয়ে যায় হাত নেড়ে
ফেলে রেখে দিয়ে বিষাদ আখ্যান।
বুকের উপর জমতে থাকা পাথর
অজান্তে এক ধস নামালে মনে,
হৃদয়ে তোমাকে আঁকড়ে রক্ত স্নাত
চোখ মুছে নেয় বাইশে শ্রাবণে।