তারপর
যদি আর কিছু না হয়
যদি না ফিরে আসে সুদিন
শেষ হয়ে যায় দিন।
তারপর
মানুষে মানুষে লড়াই
দীর্ঘ কয়েক বছর ধরে ভয়ংকর মহামারী
প্রাকৃতিক দুর্যোগ
কত তাজা প্রাণের বিসর্জন।
অবশেষে শান্ত হবে পৃথিবী, শান্ত হবে জীব
প্রকৃতি নিজে আবার সেজে উঠবে,
হঠাৎ একদিন
বিকেলে বৃষ্টির শেষে
সব কালি মুছে যায়
সূর্যাস্তের ক্ষীণ আলো
দাড়ি ভর্তি মুখে পড়তেই
চেতনার জাগরণ।
তখনও শুয়ে ছেঁড়া মলিন বিছানায়
উঠে দাঁড়ানোর সামর্থ্য প্রায় বিলুপ্ত।
তারপর
একটা দীর্ঘশ্বাস
আর হাজার অনুশোচনা
এখানেই পাপের ক্ষয়।
আজ আর সময় নেই
নতুন কিশলয়ের উদ্ভব
পুরাতনের পতন
তারপর..........।