ঠিকই তো চলছিল দিন
হঠাৎ করে কেন এমন অলক্ষণ ।
তবে কি সফল হবে না
সে স্বপ্ন, যে স্বপ্ন নিয়ে বেঁচে আছি ;
যদি তাই হয় তাহলে কেন
তুমি মাঝ পথে এলে রাক্ষসী ।
যাকে একটু একটু করে বড় করে
আঁকড়ে ধরে
সবাই মুখপানে চেয়ে আছি,
যদি সে স্বপ্ন সত্যি হয়
তাহলে কেন তুমি বাধা দিতে এলে
হে ছলনাময়ী।
কার বরে বলীয়ান তুমি
কি কারণে এমন করলে তুমি
এখনো বলছি
দূর হয়ে যাও!
না হলে --
এ হৃদয় মাঝারে যে জ্বলছে বহ্নি
তাতে পুড়ে ছাই হবে তুমি।
তবে জেনে রেখো এ অভিশাপ নয়
কারোর বুকফাটা করুন আর্তনাদ
তাতে লুকানো আছে দুফোঁটা অশ্রু
বইছে দীর্ঘশ্বাস।