আমরাই সেই হতভাগা
যারা চাই শুধুই ভাতা,
কথায় কথায় ধর্মঘট আর
অনশনে বেজায় মজা ।
শত কোটি হচ্ছে খরচ
গরিব থাকে আধপেটা,
শিল্প সব বন্ধ হবে
সবাই পাবে শুধুই ভাতা।
পড়ালেখা চলবে না আর
ইন্টারনেটে আছে রাখা,
টাকার জন্য ছুটছে মানুষ
কেউ বা আবার হবে রাজা।
আমরাই সেই হতভাগা
যারা চাই শুধু ভাতা,
উন্নয়ন হচ্ছে বেশি
বড় বাড়ি রাস্তা পাকা।
থাকবে না আর গরিব কেউ
সবাই পাবে ভাতা ভাতা,
যাদের আছে অঢেল টাকা
আইন তাদের হাতে রাখা।
সবাই তাই মুখ বুজে
প্রতিবাদে মিলবে সাজা।