নেই মান নেই সম্মান
কত প্রাণের হলো বলিদান ।
আরও কত ঝরবে রক্ত
কত জননীর কোল শূন্য ।
চোখের জল শুকিয়ে যাবে
অত্যাচারীর অত্যাচারে।
পালিয়ে কোথায় সব হারাবে
সোনার বাংলা রাঙা হবে।
কলঙ্কিত বলবে লোকে
রক্ত স্রোত বইবে ।
আর নয় আর নয়
এবার শান্তি চাই।
সবুজ ঘেরা শান্ত প্রকৃতি
পাখির কূজন নাই।
সোনার বাংলা সোনার ছিল
যেন সোনাই ফিরে পাই ।