মাতৃত্বের মান সম্মান হয়ে গেছে চুরি
আমি বড়ো আমার উর্ধ্বে কেউ নাই
এ সমাজের এই তো নীতি।
রক্ত মাংসের দেহ হলেও
বন্যপশু সম আচরণ
বিলুপ্ত প্রায় সম্পর্কের বন্ধন।
ধর্ম-অধর্ম, পাপ-পূণ্য মিলেমিশে একাকার
অন্ধকারের আশ্রয় নিয়ে
সর্বনাশের খেলায় মাতামাতি,
এ তুমি কি করলে
হে মহান মানবজাতি।
লাজ -লজ্জা ,মায়া-মমতা , স্নেহ-ভালোবাসার
দিলে জলাঞ্জলি,
কিসের নেশায় ছোটাছুটি
বলো তুমি বলো
হে মহামানব জাতি।
দূরে বহু দূরে
কিসের অশনিসংকেত দেখা যায়,
চেয়ে দেখো
আর কিছু নয়
এ কলঙ্কের দাগ নিশ্চয়ই।