রাঙামাটির মানুষ আমরা
রাঢ় দেশে ঘর
চল না খুড়া ঘুরতে যাব
সঙ্গে নিয়ে চল।
হারাই যাব অনেক দূরে
আসবো নাই আর ফিরে,
চল না খুড়া
ঘুরতে যাব
মহুয়া পলাশ বনে।
ধামসা মাদল বাজাই লিব
কেন্দু পাতার বিড়ি খাব
সারাটা দিন কাটাই দিব
মহুয়া ফুলের গন্ধে।
বল না খুড়া
দুটা মনের কথা
সঙ্গে নিয়ে চল ,
আসব নাই ফিরে আর
তুই করিস না রে ছল ।
চল না খুড়া
হারাই যাব
আমায় সব ভুলাবি তুই চল।