নেই কোন কাজ
আছে শুধু লাজ
আর আছে ভারি বোধ ।
দিলে না তো টাকা
পকেট যে ফাঁকা
দিয়েছ শুধুই ক্রোধ ।
চাঁদ কেন বাঁকা
সূর্যটা গোটা
তারারা নির্বোধ।
জগতটা একি
রাখনি তো বাকি
পথ-ঘাট অবরোধ।
কষ্ট করে কারা
দিন-মজুর যারা
মেলেনা কেষ্ট তাদের।
ঘরেতে সবাই
উপবাসী তাই
অর্থ নেই যাদের।
গরিবের কোনো
নেই যে পতাকা
মানে না বাধা কেউ ।
জন সমুদ্রে
ভেসে চলেছি
আছে আর কত ঢেউ ?