যাদের মনে রয়েগেছে
অহংকারের দম্ভ
ঐ যে দূরে আসছে পতন
তোমরা হতভম্ব।
ভেবেছিলে রয়ে যাবে
চিরদিনের স্বাদ
আজকে হঠাৎ হারিয়ে গেলে
এখন অবসাদ ।
কানের কাছে খবর এলো
স্তব্ধ হয়ে শোন,
যুদ্ধ এবার শেষ হয়েছে
সুখের বীজ বোন।
কত লোকের আহত প্রাণ
মৃত্যু মুখে শুয়ে
নিভে গেল ক্রোধের আগুন
ওদের ভস্ম দিয়ে।
শূন্য পানে চেয়ে দেখো
সবাই গেছে মজে
নীলাকাশে মেঘ ভাসে
হাতি-ঘোড়া সেজে ।
স্নিগ্ধ বাতাস বলেদিল
প্রদীপ খানি জ্বালো
বরণ করে নেবে এবার
নতুন দিন এলো।