যদি কোনো কিছু মনে না পড়ে
ফেলে আসা স্মৃতি
সব কিছু তুচ্ছ করে
নতুন করে বাঁচি।
হয়তো হারিয়েছি সব
নয়তো অযোগ্য আমি
তবু বাঁচার তাগিদে
সব কিছু ভুলে
খুঁজে বেড়াই
নীড় ভাঙা জীবনের মানে ।
ধবধবে ফর্সা মানুষটা ছাড়াও
আর অনেক মানুষ আছে
মোহ মায়া ত্যাগ করে
সবার সাথে মিশে
নতুন করে বাঁচি।
যে বুঝতে পারে না
চিনতে পারে না
অর্থ আর সৌন্দর্যের
অহংকারী
তাকে কেমন করে ধরে রাখি।
এই বেশ
ভালো আছি ভালো আছি
আবার নতুন করে বাঁচি।।