আর কত জন নিরীহ প্রানীর জীবন যাবে
রক্তলোলুপ পিশাচী ,
নিজের স্বার্থে অন্যকে ধ্বংস করে তুমি কত বড়ো হবে?
যারা সবটুকু দিল
বিনিময়ে পেল
বুকভরা ব্যথা আর নিরবে পড়লো কয়েক ফোঁটা চোখের জল।
শোষিত হল কয়েকটা আত্মভোলা শান্ত জীব।
এভাবে কতদিন চলবে
মিথ্যাবাদী ঠগবাজ
অর্থ আর সৌন্দর্যের অহংকার চিরস্থায়ী নয়।
একদিন তুমিও কাঁদবে
সেদিন হয়তো কান্নার কারণ ভুলে যাবে।
শুধু মূর্তি পুজা করে মনের শান্তি হলেও
বাস্তবে তুমি পাপী।
মানুষের মধ্যেই দেবতার উপস্থিতি
ভেবে দেখো তুমি কাকে দিলে ফাঁকি।।