সেদিন ঐ পাহাড়পুরে
পৌঁছেছি ঠিক দুপুরে
গেছি যেই মোড়ের কাছে
মুরুব্বীরা বটতলা তে ।
কেউ দেয় বিড়িতে টান
কারো বা খৈনি মুখে
কেন‌‌ যে এমন হলো
কুকুরে শুঁকছে ধূলো ।
হঠাত্ই লাফিয়ে এসে
পায়েতে ধরতে যাবে
ভয়েতে ঘামছে শরীর
ভেবে না পাই কিযে করি ।
খানিক পরে এক মহিলা এসে
তাড়ালো কুকুরটাকে
বুঝলাম পরে সে কথা
কুকুর কেন করলো তাড়া ।
অচেনা লোক ভেবে
মুখে গোপ-দাড়ি দেখে
বেঁচেছি এবারের মতো
জানিনা কি যে হতো ?