আমাদের বংশী খুড়ো
বয়সে একটু বড়ো
দুবেলা বাজার গিয়ে
কিনে খায় উচ্ছে মূলো
ঘরে তে একাই থাকে
খায় তাই কাঁচা গুলো
সেদিন ঐ রাস্তা ধারে
দেখেছি অনেক দূরে
দাঁড়িয়ে খাচ্ছে মূলো
পকেটে কতকগুলো
গায়ে তে ময়লা ধূলো
পরনের কাপড় গুলো
ছেঁড়া জামা পরতে ভালো
কেউ ডাকে এই যে খুড়ো
খেলে তো অনেক গুলো
বেগুন আর পটল মূলো
বলে না কথা বেশি
খেয়ে শুধু হাসা-হাসি ।।