আজও হলো না স্বপ্ন সত্যি
কত জায়গায় ঘুরে
হতাশায় ফিরে
নিশ্চুপ
আজ নিরুপায়।
সত্যি করতে পারিনি
স্বপ্ন দেখা
পায়ে পরেছি অনেক জুতা
পারিনি পরতে স্বপ্নের
কালো জুতা।
প্রকৃতির কি অদ্ভুত খেলা
অদম্য ইচ্ছা, বুক ফাঁটা আর্তনাদ
চোখের জল ঝরেও ঝরে না
বাতাসে মিলাই।
মানুষ রূপে এসেছি মাত্র
মূল্যহীন এ জীবন
বেলা বয়ে যায়
আর কোনো ভয় নাই।
আমার স্বপ্নের কালো জুতা
হয়তো আর পরা হবে নাই ।