ঐ যে দূরে পুকুর ধারে
ছোট্টো কুটির ঘর
ঘরের আলো জলে পড়ে
করছে ঝলমল্ ।
জ্যোৎস্না রাতে
চাঁদ উঠেছে
মেঘ দিয়েছে ফাঁকি
বৃষ্টি কোথায় হারিয়ে গেছে
শুকনো ধূলো মাটি।
সেদিন ঐ জ্যোৎস্না রাতে
পাখির ডাকা ডাকি
বেজায় গরম
ভেজায় দেহ
নেই কোনো পরিপাটি।
রাত্রি যখন গভীর হল
বাইরে কেউ নাই
ক্লান্ত শরীর মানছে না আর
দু'চোখে ঘুম জড়ায়।