বৃথাই কেন কাঁদিস মাগো
দুচোখ ভরা জল
অন্তরে তোর নেই যে হাসি
আমার সাথে করিস না গো ছল
আমি যে তোর অভাগা ছেলে
তোদের কি দোষ বল ।
মানুষ হতে পারিনি মা
কি হবে আজ ভেবে
জনম দুঃখীর দুঃখের জীবন
এভাবেই যাবে কেটে।
পারবো না মা
মোছাতে তোর চোখের কোণের জল
কত কষ্টে করলি বড়
কি আর করবি বল ।
যন্ত্রণা সয়ে রক্ত দিয়ে
মানুষ করবি ভেবে
কত রাত জেগেছিলি মাগো
আমি যে তোর হতভাগা নরাধম ছেলে।
তুই জানিস না মাগো রাত্রে আর ঘুম আসে না
তোদের কি দোষ বল
পারলে মাগো করবি ক্ষমা
আজ আমারো কেন পোড়া চোখে
ঝরছে শুধু জল ।