কাসর ঘন্টা ঢাকে কাঠি
উলুধ্বনির কোলাহল
উৎসবের আনন্দেতে
মেলায় মেলায় ঢল।
আমার কাছে দুর্গা মানে
দুচোখে শুধুই জল
গরিব বাবার হাত যে ফাঁকা
শুধু স্নেহ সম্বল
মায়ের মুখে নেই যে হাসি
এখন কি করি বল।
এমন করে কেন এলি
মা গো তুই বল
বারে বারে তুই আসবি যদি
আর করিস না গো ছল
সবার মুখে ফুটবে হাসি
কবে মা গো বল।
আমার কাছে দুর্গা মানে
দুচোখ ভরা জল।