সেদিন কেন দেখেছিলাম
তোর ঐ দুটি চোখ
কাজল চোখে করেছে মাতাল
চোখের কি আর দোষ।
বল না কেন
মনে শুধুই ভ্রমর কালো
তোর ওই দুটি চোখ ।
কি জানি কেন ভুলতে পারি না
কমল সম লজ্জা মাখানো
মায়াবী ঐ শিশুসুলভ চোখ;
অস্থিরতায় চেয়ে থাকে
অজানা নেশায়
আমার দুখানি চোখ ।