বাপ রে বাপ
লাফের পারা লাফ
কত রকম মুয়া পরে
দেই কত লাফ।
পারে তো ছৌ-লাচেয় পারে--
উয়ারা ব পুরুলিয়ার মানুষ বটে
ছৌ-লাচ কে ভালোবাসে
টুসু গানও গাইতে পারে
উয়াদে ব বিরাট নাম আছে।
বাপ রে বাপ
লাফের পারা লাফ।
কত লোকের মন রাঙালো
পলাশ ফুলের রঙে
শরৎকালে কাশফুলে
বাইদ বহাল ভরে।
বাপ রে বাপ
লাফের পারা লাফ।
লাচ যদি দেখার থাকে
তবে পুরুলিয়ার ছৌ-লাচ।।