বোকা ছেলেটার শুনলে কথা
ভালো লাগে ও বলে যেটা
বলতে পারে না গুছিয়ে সবটা
যেটুকু বলে সোজা-সাপ্টা ।
বোকা হলেও বলে খাঁটি কথা
নেই কোনো প্যাঁচ
অহংকারের ঘটা
সহজ সরল মনের ভাষা ।
নেই দুঃখ আছে হাসি ঠাট্টা
সন্ধ্যে হলেই বসে আড্ডা
শিব মেলার ঐ বারান্দাতে
দাদা-ভাই , খুড়ো-কাকা
সবার সাথে রসিকতা।
সবার স্নেহের বোকা ছেলেটা
একদিন না এলে কত ফাঁকা
গল্প ছলে ভুলিয়ে রাখে
বুকের যত জমানো ব্যথা।
কাজ বললেই এখনই হবে
পরের কথা পরে রবে
ভীষণ সাহস মস্ত দেহ
হঠাৎ করে কি যে হলো।
কোথায় যে হারিয়ে গেল
কদিন আর পাই না দেখা
সহজ সরল বোকা ছেলেটা।