চল্ রে চল্ রে চল্
মুক্ত আকাশে পাখির দল
মেলেছে ডানা প্রাণ চঞ্চল
চল্ রে চল্ রে চল্।
আজি দিগন্তে নেই কোনো মানা
মুক্ত আকাশে মেলে দিয়ে ডানা
প্রভাত সূর্যের লাগিল কিরণ
প্রাণ আজি চঞ্চল।
চল্ রে চল্ রে চল্ ..
সবকিছু ভুলে হারিয়েছি দূরে
নতুন করে বাঁচিবার তরে
আনন্দেতে মাতোয়ারা মন
প্রাণ আজি চঞ্চল।
চল্ রে চল্ রে চল্
মুক্ত আকাশে পাখির দল
মেলেছে ডানা প্রাণ চঞ্চল
চল্ রে চল্ রে চল্
চল্ রে চল্ রে চল্।
# গান ।