বুড়ো ছেলেটার মাথার ব্যামো
বড় হতে চায়
লম্বায় না প্রস্থে হবে
শুনলে ‌লোকের হাসি পায়।
দিন রাত্রির ভাবনা যত
কাজ ভয়ে পালায়
ভাগ্য দোষে দুমুঠো জুটে
আর যে কিছুই নাই।
গরিব হলেও মনটা বড়
সেবা করতে চায়
দেখতে দেখতে হারাচ্ছে সব
আজও বড় হল নাই।
বুড়ো ছেলেটার বয়স বাড়ে
ছেলে সে আর নাই
পাড়া প্রতিবেশীর কটু কথায়
জীবন জ্বলে যায়।
বুড়ো ছেলেটার কান্না আসে
তবু কাঁদতে লাগে ভয়
কাঁদলে পরে যদি কোন
অমঙ্গল ঘনায়।
বুড়ো ছেলেটা বড় হতে
চেষ্টার ত্রুটি নাই
মনের জোরে চলছে দিন
কখন যে হবে বড় কারো জানা নাই।