আকাশ ঘিরে মেঘ করেছে
বৃষ্টি এলো ঝেঁপে
মাঠের ফসল রইলো মাঠে
চাষী ঘরে কাঁদে।
নষ্ট হল মাঠের ফসল
ভাসছে মাঠের জলে
ব্যর্থ যত মনের আশা
কি হবে কে জানে।
ভাবনা ছিল ফসল হলে
বাঁধবো একটা ঘর
সেই ঘরেতে থাকবো সুখে
বছরের পর বছর।
আঙিনায় ভরবে ফসল
সবার মুখে হাসি
কতকিছু কেনাকাটা
হাজার রকম পরিপাটি।
খাবার খেয়ে রাত্তিরেতে
মনের সুখে ঘুম
কালো মেঘে আঁধার ঘনায়
হঠাৎ করেই নিঝুম।
আবার পরে হবে চাষ
ফলবে ফসল মাঠে
দেখবো এবার কেমন বৃষ্টি
আমার ফসল নাশে ।