ফেলে আসা দিন শেষ
অপচয় হয়েছে মূল্যবান দীর্ঘ সময়
দুশ্চিন্তায় জড়ানো নির্বোধের মতো নশ্বর দেহ
আগামী দিনের মিথ্যে অপেক্ষায় পথচেয়ে বসে থাকা
তবু কিসের নেশায় আজও ভূয়ো স্বপ্ন দেখা।
বলতে পারো -
কেন গ্রহচক্র করেছে কাঙ্গাল?
বেলা বয়ে যায়
অদৃশ্য অসহ্য যন্ত্রণায় কাতর,
বারে বারে মৃত্যু মুখে পতিত হয়েও
কেন বাঁচালে এ ক্ষুদ্র মানব দেহ?
কেন যৌবনেই করলে বৃদ্ধ?
কোন্ অভিশাপে বলতে পারো আজকের অস্ত্রহীন জীবনযুদ্ধ ?
কেন ছিনিয়ে নিয়েছো
প্রতিটা হাসি আনন্দের মুহুর্ত?
কেন বাঁচতে দিলে না
মানুষ করেও মানুষের মতো?
জানি পারবে না;
এভাবেই--
বাসনা বিলুপ্ত হবে
কাঙ্গাল কাঙ্গালই রবে
এ প্রশ্নের উত্তর মেলা ভার।