বোবা সমাজের কোনো ভাষা নেই
অর্থের নেশায় অন্ধ সবাই
লজ্জায় আজ মুখ ঢেকে যায়
তবু বলতে গেলে বলতে হয়--
মানুষের চামড়া পরা
অবিকল মানুষের মতো দেখতে
হিংস্র বন্য পশুর চেয়েও ভয়ানক ঐ জানোয়ার গুলো
ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললো ।
ছিঃ ছিঃ ছিঃ !
যার জন্য প্রাণের সৃষ্টি
তার রইলো না মান
নষ্ট করে দিল তাজা একটা প্রাণ;
তবে কি, তুমি আজও অসহায় নারী--
কত সহস্র প্রাণ বাঁচাতে লড়াই করে নিজে বাঁচলে না তুমি।
এ উল্টো সমাজ বড়োই স্বার্থপর
স্বাধীনতা বোধহয় ক্ষয় হয়ে গেছে
তাই তো----
অসুরের হাতে নিহত হলো আজকের দেবী নারী।