মধ্যরাতের কথা
পুকুর ধারে আলো জ্বলে
যায় না কারো দেখা,
জন প্রাণী নেই সেথা
গা ছমছম একা ।
সাদা কাপড় গায়ে কেউ
নাকি ভ্রম হল রে বাবা
পুকুর ধারে এমন দৃশ্য
যায় না তো আগে দেখা
গা ছমছম শীতল বাতাসের ছেঁকা।
হাত পা যেন অচল হল
দাঁতে দাঁতে ঘষা
বন্ধ হল কথা
গা ছমছম আর আসবো না একা ।
খানিক পরে উঠে এলো
এ কার সাথে দেখা
ভূত ভেবে ভুল করেছি
পাশের বাড়ির রামশিব কাকার
সাদা মাথা বাবা ।
যত ভাবি বলি কথা
এত রাতে দাদু একা
গা ছমছম মুখ বন্ধ
তবুও কেন ভয় কমে না
আসে না মুখে কথা ।