হয়তো এখনো অনেক কিছু দেখার বাকি
কত নিরীহ মানুষের প্রাণ গেছে
হারিয়েছে আত্মীয় পরিজন,
প্রাকৃতিক দুর্যোগ আর মানুষে মানুষে হানা-হানি।
শান্ত হচ্ছে না পৃথিবী;
শান্ত নয়
মানব জাতি।
কোথাও বস্ত্রহরণ
কোথাও ধর্ষণ
জ্যান্ত পুড়িয়ে মারছে
কোথাও বোমা গুলির সংঘাত।
ভীত সন্ত্রস্ত
এক কোণে পড়ে থাকা
অনাথ শিশুদের
বুক ফাঁটা আর্তনাদ।
রাজনৈতিক সংঘর্ষ,
দেশদ্রোহিতাদের অত্যাচার,
লুষ্ঠিত হচ্ছে মান-সম্মান,
সবাই ডিগ্রিধারী মাথা ভর্তি বুদ্ধি
বাড়ছে চোরা কারবারি
ঠকছে কত অসহায়, সোজাসাপ্টা জীব
স্বার্থে আর অর্থে লাগছে
রক্তের দাগ।
যারা রয়েছেন অট্টালিকায়
বড় বড় সম্মেলন করে দীর্ঘ ভাষন দেন
আসলে--
চোখে তাদের কালো চশমা আটা।
গরিবের অন্নে বসছে লালসার থাবা
হারিয়েছে ঘর, হারিয়েছে কর্ম,
মানুষ হলেও মানুষের মতো
অধিকার নেই বেঁচে থাকার।
এ যেন এক বিরতিহীন যুদ্ধ,
হয়তো এখানেই শেষ নয়
আরও অনেক কিছু দেখার বাকি
আরও কত কিছু.....।।।