সব মিথ্যা প্রতিশ্রুতি
সময় শেষে বাড়ি ফেরার পালা
ফেরার পথেও অপেক্ষার শেষ নেই,
অভাব অনটন আর হাজারো চেষ্টা
তবু সফলতা নেই ।
মুখ ভারি করে থাকা
হাসি আনন্দের বিদায়
গভীর ভাবনা
দিন শেষে রাত্রির আগমন
আবার নতুন সূর্য
দুচোখে ঘুম নেই
চোখের নিচে কালশিটে,
দেখেই বোঝা যায়
চিন্তা ছাড়া আর কিছু নয়--
শরীর ভাঙতে শুরু হয়
জীর্ণ দেহ , মুখ ভরা দাড়ি
অস্থি মালা সজ্জিত দেহ ,
সবেই তো শেষ
তবু কেন ?
হারানো ভয় ,হেরে যাওয়ার ভয়
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটে না
উন্মাদের মতো বেঁচে থাকা
বন্দি পাখির মতো
যেন ব্যধি গ্রস্ত রোগি
এ জীবন বড়ো অসহায় ।
যাদের জন্য পৃথিবীতে আসা
তাদের পূর্ণ হলো না কোনো আশা
ভিরু, কাপুরুষ, বোকার মতো
চুপ করে চেয়ে থাকা আর নানা অভিনয়
হয়তো পারবো না দিতে কিছু
এ মানব জীবনের অধিকার এ আমার নয়। ।