গরিবের আবার
পোলাও পায়েস
দু'বেলা জুটে না ভাত
একদিন খেলে চলবে না যে
ঘরেতে সবার উপবাস।
ও সব আমাদের নয় গো বাবু
খেটে খুটে খাই
সারাদিন কাজ করে
ঘরে গিয়ে যেটুকু পাই।
চাই না গো দামি খাবার
মন ভরে না খেয়ে
শুকনো মুড়ি
না হয় দুটি ভাত
পেটে যখন পড়ে
দু'চোখ জুড়ে ঘুম জড়ায়
শান্তি আসে প্রাণে।
আমরা না হয় গরিব বাবু
কর্ম করে খাই
পোলাও পায়েস আমাদের
পেটে সইবেক নাই।