ব্যর্থতায় করেছে কাঙ্গাল
পুঁজিবাদী স্বপ্নেরা নিয়েছে বিদায়
এখনো রয়েছে তাদের ফেলে যাওয়া স্মৃতি
হেরে গিয়েও মানতে চায় না হার
দারিদ্রতার কাঁটা তার
বুকে বিঁধে বার বার
থমকে গেছে জীবনের গতি ।
চেষ্টার পর চেষ্টা
সফলতার দেখা নেই
এ যেন প্রকৃতির সাথে মিলে মিশে
চোখ বুজে দিন কাটানো
জিহ্বার গলা বন্ধ
আর কোনো ভাষা নেই ।
আধুনিকতায় বাধা আর বাধা
হাজার প্রশ্নের সম্মুখীন
সুখ আর সখের কল্পনার সাগরে ভাসতে গিয়ে
তিল তিল করে সব শেষ ।
এ যেন ফল্গুধারায় অদৃশ্য যাত্রা
সফলতার দেখা নেই
হয়েছি আজ কাঙ্গাল।