দেখতে কিছুই নেই যে মানা
দেখার যে নেই শেষ ।
দেখব আমি দুচোখ দিয়ে
দেখুক সারা দেশ ।
দেখছি কত নতুন জিনিস
দেখার পরে আঁকা।
দেখব আমি হাজার বছর
দেখুক চাঁদের বাঁকা ।
দেখছি আর শিখছি কত
দেখার কত ঢং ।
দেখব আমি স্বপ্ন শুধু
দেখুক সবাই রং।
#কবিতাটি একতারা পত্রিকায় প্রকাশিত।