সৃষ্টি ছাড়া পৃথিবীতে
বৃষ্টি শুধু পড়ে,
কালো মেঘে ঢাকল আকাশ
অন্ধকারে ভরে।
কোন কিছু যায় না দেখা
পথ হারিয়ে গেল,
এখন আমি যাব কোথায়
বৃষ্টি থেমে এলো ।
দাঁড়িয়ে আছি গাছের তলে
অচেনা মাঠের ধারে,
রাত্রি তখন গভীর হল
ঐ দেখা যায় কারে ।
আকাশ ফুঁড়ে চাঁদ উঠেছে
ভূবন আলোয় ভরে,
ভুল ভেবেছি ও কেউ নয়
গাছের ছায়া পড়ে।
যদি কোনো রমনী হত
সিক্ত বস্ত্র গায়ে,
কোন কিছু না বলে কথা
থাকত শুধু চেয়ে।
বলতাম আমি বাড়ি কোথায়
কিবা তোমার নাম,
চোখের থেকে পড়ত যে জল
নেই যে তার দাম ।
খানিক পরে বলতো সে সব
সবাই গেছে চলে,
মনের দুখে বেরিয়ে পড়ি
সঙ্গী খোঁজার ছলে ।
বুক ফুলিয়ে ধরতাম হাত
আমায় সঙ্গী করে,
স্বপ্নেও যে চাঁদ ডুবে যায়
সূর্য দেখায় বড় ।
#পুরুলিয়া দর্পণ সংবাদ পত্রে প্রকাশিত।