গেঁথেছি মালা ঝিনুক কুড়িয়ে;
আমরা দুজন সাগর বেলায়,
ঢেউয়ে ভেজা নরম বালু;
মিশে তোমার পদচিহ্ন রেখায়।
গোধূলী বেলায় হেঁটেছি কত!
হাতটি রেখে কোমল হাতে,
এখন কোন গগনে রবি হয়ে ;
দাও রাঙিয়ে রোজ প্রভাতে?
কার আকাশে গাঙচিল হয়ে;
বেড়াও উড়ে কোন সীমানায়?
তোমার আশায় পথ চেয়ে;
বসে এখনও খোলা জানালায়।
উত্তাল ঢেউয়ে স্মৃতির বাঁধন;
আজও তেমনি হৃদয়ে গাঁথা,
নিখুঁত বুননে আঁকা যেমন;
হাজার নকশার নকশী কাঁথা।
ঝাউ বনের হলুদ ফুলে;
সাজিয়ে দিয়েছি কেশের খোপা,
কোন সুবাস মাতায় এখন;
আমার হৃদয়ের গন্ধ পোড়া?
অনুভূতিটুকু কি গেছে হারিয়ে;
তোমার নতুন চলার পথে?
ছিল যা মধুর স্পর্শরাশি;
ভাসায় আমায় তোমার স্রোতে।
তোমার সে সুরভি ঘ্রাণে মিশে;
ব্যাকুল চিত্ত এই অবেলায়,
স্ফীত অধরের মায়াবী হাসি;
প্লাবন তোলে মন যমুনায়।
(বেশ কিছুদিন আসরের বাইরে থাকব। হয়ত মাঝে দু'একদিন আসাতেও পারি সেটাও অনিয়মিত। গুণী কবিবৃন্দের লেখা, পারস্পারিক মিথষ্ক্রিয়া ও নতুন লেখার উৎসাহ প্রত্যেকটি বিষয় অনেক অনেক মিস করব। জীবনের এক কঠিন সংগ্রামের সময় অতিক্রম করছি। এজন্য সকলের নিকট আশীর্বাদ/দোয়াপ্রার্থী । সকলেই অনেক অনেক সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন এই কামনা করি।)
রচনা ১৬ জানুয়ারী, ২০১৭