কবিতার আসরের পরম শ্রদ্ধেয় কবি "অনিরুদ্ধ বুলবুল" রচিত "মহাকালের অদৃশ্য মাকু" কবিতাটি পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা। কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম।
**************************************
অন্তহীন সময় স্বীয় বেগে ছুটে চলে দুর্নিবার
তাল মেলানোর লিপ্সিত সাধ সৃজে বারবার।
উড়ন্ত ডানায় বিচরণ হেতু না যায় তারে ধরা
জীবনানুভূতিতে তৃষিত দৃষ্টি ক্ষণপ্রভার অপ্সরা।
এমনি করে কেটে যায় দিন হয় রঙিন নয় মলিন
ইতিহাস হয় নিত্য সমৃদ্ধ, পাতায় পাতায় প্রতিদিন।
নব সম্ভাবনায় নতুন সূর্য প্রত্যুষ-গগনে ভাসে
বদ্ধ ভালে জীবন বোধের যবনিকা জমাট বাঁধে।
অস্তিত্বের ঋণ শুধব কবে মন্থর পদ সঞ্চালনে?
গতিময়তা বিস্মৃত যেন মহাকালের প্রক্ষালনে।
অহর্নিশি বাড়ছে ঝঞ্ঝাবাত যায় বুঝি পাল ছিড়ে
বেলাভূমিতে বন্দী এখনও খুচরো ক্রেতার ভিড়ে।
মহাকর্ষের মায়াবী টান ধরে রাখে ধূলির ধরাকে
ঘুরছি সেই বৃত্তে যেথা জীবন নির্বাহ তারই ফাঁকে।
সিঞ্চিত সুধা আহরণে; সিন্ধুর মাঝে বিন্দু অর্পণ
তাতে কি মিলবে অমৃত, যা পেলে ধন্য জীবন?
অনাদিকালের নির্মাতা ব্যস্ত বুনে চলেন অনন্ত সময়
অদৃশ্য মাকু তারই হাতে, দেন স্পন্দিত প্রাণে অভয়।
দিবস-নিশিথে আদ্যপ্রান্তে কোথাও নেই তার অবসর
শুধু বিলাসিতায় ব্যস্ত মানুষ, কাটায় বিভাজিত প্রহর।
রচনা ২৫ ডিসেম্বর, ২০১৬