ঠোঁটের কোণে হাসির ছটা, গালে আঁকা আলপনা
লুকিয়ে রাখা অনুভূতির মুক্তি, ভুলে সকল জল্পনা।
বদলে যাওয়া দিনের শুরু, হোক না আজকে থেকে
জীবন সাজুক বর্ণীল ক্যানভাসে, রং তুলির ছোঁয়া লেগে।
স্বপ্নঘুড়ি মেলেছে ডানা, নাটাই সুতোর সীমানা ছেড়ে
মন যেতে চায় বাঁধন হারা, ইচ্ছে রাশির ছোঁয়ায় বেড়ে।
মেঘ পাখিটার শীতল ছায়ায়, হারাতে আজ নেইতো মানা
মৃদু সমীরণের আলিঙ্গনে, বুকের মাঝে সুখের হানা।
বৈশাখের এই প্রথম দিনে, ছায়ানটের কোরাস গানে
রমনার বটমূলে হবে দেখা, চেয়ে অধীর পথ পানে।
সাদার মাঝে লালের তুলি, আবির রঙে রাঙাবে তোমায়
খোপা সাজবে বেলী ফুলে, রেশমী চুড়িতে মনটা হারায়।
বর্ষবরণের মুখরিত ক্ষণে, কাজল কালো চোখের লাজে
খুঁজে নিব হাজার ভিড়ে, পাগল করল কে বাঙালি সাজে।
মন সায়রে উত্তাল ঢেউ, যুগল অধরের হাসির রেখায়
নূপুর ছন্দে নিক্বণ ধ্বনি, আলতা ভেজা পথের দিশায়।
এলে তুমি প্রথম সূর্যোদয়ে, সজীবতার প্রাণ সঞ্চারণে
মঙ্গল যাত্রায় ব্যস্ত রাজপথ, ঐতিহ্যে আঁকা বাহারি রঙে।
পান্তা ইলিশে সাজলো সানকি, নুন লঙ্কা ভর্তা সাথে
বাঙালিয়ানায় পরিপূর্ণ তিথি, নতুন বছরের প্রথম প্রাতে।
বৈশাখী মেলায় প্রকৃতি মাতে, মিঠাই-সন্দেশ খই-বাতাসা
পুতুল নাচে মনও নাচে, নাগর দোলায় মেটে পিপাসা।
বর্ণ ধর্ম ভেদাভেদ ভুলে, আজ বাঙালির সুখের দিন
সর্বজনীন উৎসবের আনন্দে, শুভ নববর্ষ হোক অমলিন।
রচনাকাল ২০ ফেব্রুয়ারি, ২০১৭
(কবিতাটি প্রকাশিতব্য ম্যাগাজিন "বর্ষবরণ ১৪২৪" বিশেষ সংখ্যায় অংশগ্রহণের উদ্দেশ্যে আগেই পোস্ট করলাম। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।)