(তিন পর্বের দ্বিতীয় পর্ব অাজ)
পথে পথে ফুল হাতে তোমাদের পিছু পিছু
যদি ইচ্ছে হয়; দু'একটা কিনে কর ধন্য
যে ভারে তুমি পড়ছ নুয়ে রাস্তা পারাপারে,
সে ভারটুকু বইতে দিলেই অনেক খুশি
বিনিময়ে দু-চার টাকা যদি দাও এই হাতে।
মাঝে মাঝে আকুল চাহনিতে; তোমাদের খাবার পানে
অবশিষ্টাংশটুকু দাও এগিয়ে, কি করুণার দান!
দিন শেষে যদি এতোটুকু সম্বল ধরে দু'হাতে
জীবন পারাবারে মেলে তরী
পুলকিত চিত্ত এই ভেবেই,
খাবার জুটবে আজকে বৃদ্ধ বাবা
আর অসুস্থ মায়ের মুখে।
স্বচ্ছ জলে অবগাহন সুইমিংপুলে, সন্তরণে স্নিগ্ধ তনু
বাহারী বেশ, পরিপাটি অবয়ব তোমাদের চলাচলে।
তৃষিত প্রাণে বিশুদ্ধ নীরের হাহাকার আমাদের
ধূলায় ধূসর ঘর্মাক্ত চর্মসার অঙ্গ,
কালো কেশ সজ্জিত অণুজীবের বিচরণে।
মিষ্টি সুবাসে বিমোহিত আবেশে
কত কাছে আসা তোমাদের সুখেরই বরষে!
আর আমাদের জন্য,
রাস্তা ঘাটে কিল-গুতোর নিত্য আয়োজন।
বস্তা বন্দী করি বোতল কাগজে
সারাদিন রোদে, বৃষ্টিতে কিংবা জুবুথুবু শীতে;
ঐ পথই একমাত্র আশ্রয়,
যখন গাত্র উৎসাদিত অসঙ্গল গন্ধে
অসীমে তোমরা পিছিয়ে যাও
এই পথই শুধু বুকে ধরে রাখে,
ঘৃণিত ব্যাধি, জরাজীর্ণতার এই নিন্দিত দেহকে।
২৩ ডিসেস্বর, ২০১৬
ধন্যবাদ। শেষ পর্বে আমন্ত্রণ রইল।