নগরসভ্যতার বেড়াজালে শৃঙ্খলিত বিবেকবোধ
ভুলে গ্যাছে সবে হাসতে, ভুলে গ্যাছে কাঁদতে।
পরিভোগের বিষয়বস্তু পরিসীমা ছাড়িয়ে
কলুষিত করেছে সত্তাকে, আপন হারিয়েছে দুরান্তে।।
গগনচুম্বী প্রাপ্তির খোঁজে স্বার্থান্বেষী আগ্রাসন
নিজেকে ভাবে আমিই বিভু, বিকিয়েছে তার মনুষ্যত্বটুকু।
জীবনের শান্ত সৌন্দর্য খোঁজে নাকো তারা
লোভের বিকারতায় ছুটছে পিছু, সাময়িক অভিপ্রায়ই কি সবটুকু?
জগৎ তারে করেছে ঋণী উপলব্ধি নেই তাতে
আমি আমি করেই সময় বয়ে যায়, লিপ্সিত আত্মার ব্যস্ততায়।
যত যত পায় আরও তত চায় পরিধির কোন সীমা নাই
এত অর্থ রাখবে কোথায়? অর্থই অনর্থের মূল একথা ভুলে যায়।।
মুক্ত অর্থনীতি কি দিয়েছে মুক্তি ছিল যারা বন্দীদশায়?
নাকি গরীবের সম্বল যাচ্ছে হারিয়ে, আগ্রাসনের অতল গহীনে?
নিয়ম নীতির তোয়াক্কা নেই, নেই ভালো মন্দের বিচার
বন্দী বিবেক রইল পিঞ্জরে, হা-হুতাশ শুধু রয়ে যায় গরীবের অন্তরে।।
আসবে কি কখনও এমন সময় অবরোধের অবসানে?
রবে না কোন পঙ্কিলতা, খুলবে বিবেকের বন্ধ তালা।
মুক্তি পাবে মানব প্রেম ভেঙ্গে দিয়ে অন্যায়ের পিঞ্জর
সেই দিনের অপেক্ষার পালা, আদৌ কি কখনও রদ হবে ধনী-দরিদ্র খেলা?
১৬ নভেম্বর, ২০১৬